আজ সোমবার সকাল ৭:৫৬, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা, হাসিনার ড্রাইভারের ছেলে রুবেল গ্রেফতার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৫ , ২:৩৫ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে রাজধানীর বছিলা মেট্রো হাউজিং এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

অনুসন্ধানী সাংবাদিক সামির মারফতে জানা গেছে, স্বৈরাচার শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালকের ছেলে রুবেল আহমেদ ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে একাধিক ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করছিলেন। বিশেষ করে গত ১৫ জানুয়ারি ২০২৫ সালে বহুল আলোচিত কলকাতার পার্ক হোটেলের এক গোপন বৈঠকে রুবেলের ভার্চুয়ালি সংযুক্ত থাকার তথ্য প্রকাশ্যে আসে, যা গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব ইবনে মিজানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) মোহাম্মদপুর জোন এবং মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রুবেলকে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়।

ডিএমপি’র এক কর্মকর্তা জানান, “রুবেল আহমেদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে ভার্চুয়াল মাধ্যমে সংগঠনের নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে তাকে গ্রেফতার করেছি এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।”