আজ সোমবার রাত ২:৩০, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন।এ লক্ষ্যে আগামী ২২ ফেব্রুয়ারি সারুলিয়া ঐতিহ্যবাহী সরকারি গরুর হাট সংলগ্ন মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই দিন সমাবেশে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এ কর্মী সমাবেশে তারেক রহমানের উপস্থিতির আশ্বাস ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মী সমাবেশকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রতিদিনই বিভিন্ন প্রচারণা, পথসভা, প্রস্তুতি সভা করে যাচ্ছেন মহানগর ও ডেমরা থানা নেতারা। স্টেজ, প্যান্ডেলের কাজ চলছে পুরোদমে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সংগঠনের সব শ্রেণির নেতাকর্মী আলাদাভাবে তাদের নিজেদের উপস্থাপন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভিন্ন বাহারি রঙের ক্যাপ, টি-শার্ট এবং বাদ্যযন্ত্র নিয়ে তারেক রহমানের এ কর্মী সমাবেশকে সফল করার জন্য মুখিয়ে আছেন ডেমরা থানা বিএনপি ও সব সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রত্যাশী এসএম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. আনিসুজ্জামান বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার গুন্ডাবাহিনী এখনো দেশের মানুষের শান্তি বিনষ্টে বিভিন্ন অপকর্ম ও ষড়যন্ত্র করছে। আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিজমের সব ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ। ঢাকা-৫ আসনে বিএনপির প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবীর নির্দেশে ও তার সার্বিক সহযোগিতায় প্রায় প্রতিদিনই ডেমরা থানা বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে নানান কর্মসূচি পালন করে চলেছে, যা অব্যাহত থাকবে।
এ বিষয়ে ৩১ দফা কর্মশালা শৃঙ্খলা কমিটির সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাসেম মোল্লা বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মশালা বাস্তবায়ন হলে দেশের রাষ্ট্রকাঠামো বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমানের এই ৩১ দফা জাতির সামনে তুলে ধরা এবং তা বাস্তবায়নের জন্য ডেমরা থানা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর এ কর্মিসভা সফল করার জন্য মহানগর থেকে শুরু করে স্থানীয় সব নেতাকর্মীরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।