আজ সোমবার রাত ২:২৫, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

যতদিন যাচ্ছে, বিএনপির সমস্যা বাড়ছে: নাজমুল আশরাফ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২৫ , ৩:৪০ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

যত দিন যাচ্ছে বিএনপির সমস্যা ততই বাড়ছে এবং একই সাথে জামায়াত কেন দেরিতে নির্বাচন চায় এবং বিএনপি কি কারনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তা নিয়ে কথা বললেন নাজমুল আশরাফ।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে টকশোতে উপস্থিত ছিলেন নাজমুল আশরাফ। সেখানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জামায়াত জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে এবং ডিসেম্বরের ক্ষেত্রেও তাদের কিছুটা রিজার্ভেশন আছে। উনারা ওই জুনের ডেডলাইনটাকে বেশি ধরতে চান। কিন্তু সবচেয়ে বেশি প্রস্তুত তারাই। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি—যত বেশি সময় পাবে, তত বেশি তারা দলকে আরো গোছাতে পারবে, জনগণের কাছে পৌঁছাতে পারবে, নিজেদের শক্ত ভিত্তি আরো মজবুত করতে পারবে। এটা একটা কারণ হতে পারে।

তিনি আরো বলেন, এখন যদি বলেন, বিএনপি কেন তাড়াতাড়ি নির্বাচন চায়? তাড়াতাড়ি চাওয়ার কারণ জাতীয় স্বার্থ। আমরা এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরতে চাই। যদি গণতন্ত্রের সঠিক চর্চা হয়, তাহলে মানুষের যত চাহিদা, যেগুলো ফ্যাসিবাদের আমলে পূরণ হয়নি, সেগুলো পূরণ হবে বলে আমরা আশা করি। তবে ক্ষমতায় যারা যাবেন, তারা যদি জনগণের চাহিদা পূরণ না করেন, জনগণ তো শিখে গেছে কিভাবে সরকার হটাতে হয়।

নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, বিএনপি দ্রুত নির্বাচনের যে আরেকটি কারণ আছে। যতদিন যাচ্ছে, বিএনপির সমস্যা বাড়ছে। দলের ভেতরে নানা অপকর্ম—চাঁদাবাজি, দখলবাজি, নানা রকম স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব—এই অভিযোগগুলো বাড়ছে। বিএনপি বড় দল, সারাদেশে তাদের কর্মী-নেতার সংখ্যা অনেক বেশি। ফলে, যদি নির্বাচন দেরিতে হয়, তাহলে বিএনপির নেতিবাচক উপাদানগুলো আরও বেড়ে যাবে এবং তাদের ভাবমূর্তির ক্ষতি হবে।

 

সবশেষ তিনি বলেন, ১৮ বছর একটি দল ক্ষমতার বাইরে। আর এই সময়ে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে, তাদেরও তো একটু স্বস্তি পাওয়ার জন্য দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার চিন্তা থাকতে পারে। এটি অস্বাভাবিক কিছু নয়।