আজ মঙ্গলবার রাত ১১:৫২, ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে দুবাইয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান। গ্যালারি বসে নিজ দলকে সমর্থন দিয়েছেন তিনি। তবে সমর্থন নয় এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। গ্যালারিতে শিখরের পাশে এক রহস্যময়ী তরুণীকে দেখা গেছে। যা নিয়েই এখন হচ্ছে নানা আলোচনা।
২০২৩ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহের ইতি টেনেছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। বর্তমানে একাই থাকছেন। যে কারণে তার সঙ্গে মাঠে দেখা যাওয়া ওই তরুণীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের। অনেকেই বলছেন ওই বিদেশিনী তরুণীর সঙ্গে গোপনে প্রেম করছেন শিখর।
কিন্তু সবচেয়ে বেশি যেই প্রশ্নটা উঠেছে তা হলো কে এই বিদেশিনী? ভারতের বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই রহস্যময়ীর নাম সোফি শাইন। তিনি এক প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেন। এই মহিলার সঙ্গে গত বছরের নভেম্বরেও এয়ারপোর্টে দেখা গিয়েছিল শিখরকে। তবে তিনি ও শিখর সম্পর্কে রয়েছেন কিনা, তা নিয়ে কেউ মুখ খোলেননি।
শিখর ধাওয়ান ভারতের অন্যতম সেরা ওপেনার। দীর্ঘ ক্যারিয়ারে ভারতের হয়ে ৩৪টি টেস্ট ১৬৭টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার রান যথাক্রমে ২৩১৫, ৬৭৯৩ ও ১৭৫৯।