আজ সোমবার রাত ৪:১৪, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি
দেশের মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকেও যেতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
জি এম কাদের বলেন, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করছে। সংসদ এখন নেই, তাই জবাবদিহিতার প্রশ্নই উঠে না। বিচার বিভাগে এখনও দলীয় প্রভাব রয়েছে। এ সময় সরকারকে বৈষম্যহীনভাবে রাষ্ট্র চালানোর আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, যে কারণে চব্বিশের আন্দোলন হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার পর এখনও গণতন্ত্রের চর্চা করা যায়নি। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আবারও আন্দোলন করতে হবে।