আজ সোমবার সকাল ৮:৫৮, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

আগুনে ঘরবাড়ি পুড়ে নিঃস্ব কড়াইল বস্তির শতাধিক পরিবার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২৫ , ১২:৩২ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। দুই ঘণ্টার মধ্যেই পুড়ে যায় শতাধিক বাড়ির সব মালামাল।

আগুনে কোনো মানুষের প্রাণহানি না হলেও সবকিছু পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচেই অবস্থান করতে হচ্ছে খেটে খাওয়া পরিবারগুলোকে। এখন পর্যন্ত সরকারি সহায়তা না পাওয়ায় হতাশ ক্ষতিগ্রস্ত পবিবারগুলো।

এদিকে, গত রাত সাড়ে ৭টায় খিলগাঁওয়ের তালতলায় গাড়ি মেরামতের গ্যারেজ মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ২০টি দোকান। এতে বিভিন্ন ধরনের গাড়ির পার্টস ও মেরামতের যন্ত্রপাতিসহ পুড়ে যায় পুরাতন বেশ কয়েকটি গাড়িও।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ব্যবসায়ীরা। রাতেই আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও নিরুপণ করা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ।