আজ বৃহস্পতিবার সকাল ৯:২৩, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
এখনকার দুর্নীতি এবং দুঃশাসনের মাধ্যমে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এমন রাজনীতি করা যাবে না, যাতে ফ্যাসিবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং দেশ ছেড়ে পালাতে হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের আয়োজনে এক গণ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকারের কাছে দলের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। তবে, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার।
তিনি অতীতে সোনার বাংলা প্রতিষ্ঠা করার নামে জনগণের উপর শোষণ চালানোর কথা তুলে ধরে বলেন, এখন জনগণ দুঃশাসন থেকে মুক্তি চাইছে। তাই, তিনি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
লক্ষ্মীপুর জেলা জামায়াতের সভাপতি আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম, মোবারক হোসেন, এবং স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।