আজ বৃহস্পতিবার বিকাল ৩:৩৪, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সমালোচকদের সতর্কবার্তা দিয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৫ , ৯:১৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

সাম্প্রতিক সময়ে সমন্বয়কদের ভূমিকা নিয়ে সমালোচনা তুঙ্গে। তবে সমালোচনার নামে কোনো বিষয়কে অতিরঞ্জিত করে বিতর্কিত করার প্রবণতা সমাজে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি ধর্ষণের মতো গুরত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়কে স্বাভাবিকীকরণের (নরমালাইজ) বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং এর ভয়াবহ সামাজিক পরিণতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

আব্দুল কাদের লিখেছেন, “সমন্বয়কদের বিতর্কিত করতে গিয়ে বাছবিচার না করেই ধর্ষণের মতো বিষয়কে যে আপনারা নরমালাইজ করেছেন, সেটা আগামীতে কতটা খারাপ ইমপ্যাক্ট ফেলবে, বলার দাবি রাখে না।”

তার মতে, যেকোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত ভুলত্রুটি নিয়ে সমালোচনা অবশ্যই করা যেতে পারে, তবে তা যেন বিচার-বিশ্লেষণহীন না হয়।

তিনি আরও বলেন, “সমন্বয়কদের ভুল-ত্রুটি, দায়িত্বহীনতা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলবেন, সমালোচনা করবেন; কিন্ত একটু বাছবিচার করার অনুরোধ। বিরোধী মনোভাব থেকে সমালোচনা করতেই হবে, এমন কর্মকাণ্ড কালেক্টিভ ক্ষতি বয়ে আনবে, সমাজে দীর্ঘমেয়াদি খারাপ প্রভাব ফেলবে, নারীরা ভুক্তভোগী হবে।”

সমালোচনা সমাজের সুস্থ বিকাশের জন্য জরুরি, কিন্তু সেটি যদি উদ্দেশ্যমূলক বা অতিরঞ্জিত হয়, তাহলে তা কাঙ্ক্ষিত পরিবর্তনের বদলে উল্টো ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ধর্ষণের মতো গুরুতর অপরাধকে যদি বিতর্কের অংশ হিসেবে অবমূল্যায়ন করা হয়, তবে তা সমাজে ভয়াবহ ভুল বার্তা ছড়াতে পারে।

আব্দুল কাদেরের মতে, এই ধরণের সমালোচনা নারীদের জন্য আরও প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে এবং সামগ্রিকভাবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।

 

রাজনীতি বিভাগের আরো খবর