আজ রবিবার বিকাল ৫:২৮, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
সন্তান অসুস্থ হলে একজন মায়ের অসংখ্য ভোগান্তি পোহাতে হয়, তার উপর সেই সন্তান যদি বড় হয় তার বাবাকে ছাড়া, তাহলে তো কথাই নেই। এমনটাই বলেছেন আলোচিত অভিনেত্রী পরিমনি।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তিনি প্রায়শই বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে আলোচিত থাকেন।
পরিমনি বলেন, ‘মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতন। তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না..জাস্ট ট্রাস্ট মি!’
তিনি আরো বলেন, ’রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেইসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না!? ‘
সন্তানের প্রতি বাবার দায়িত্ব সম্পর্কে বোঝানোর জন্য তিনি লেখেন, ‘যারা সুযোগ বুঝে বাচ্চার সাথে কয়েক সেকেন্ড ভিডিও রেকর্ডে মিথ্যা ইমোশন শেয়ার করে সোশ্যালে।
শুধু মায়েদের ই এসব বিস্বাদ লাগে না। একবার ভাবো তো,দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না। ভাবা লাগেও নি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে। পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেয়ার মতন তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।
‘আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি !!! ???