আজ শুক্রবার রাত ৩:১৩, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৭ হিজরি

নতুন দলে যোগ দিচ্ছেন সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৫ , ১১:০১ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

নতুন দলে যোগ দিচ্ছেন সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যরা

এই মাসের ২৬-২৭ তারিখে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র, যা যমুনা টেলিভিশনকে জানানো হয়েছে।

নতুন দল ঘোষণা পূর্বে, আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।

নতুন দলের ঘোষণার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম শোনা যাচ্ছে, তবে সদস্যসচিব পদের বিষয়ে নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে। আলোচনার পর দলের শীর্ষ চারটি পদ প্রায় নিশ্চিত হয়েছে, তবে তা এখনো প্রকাশ করা হয়নি। আরও দুটি পদের জন্য প্রস্তাব এসেছে।

এর আগে, জাতীয় নাগরিক কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালিয়েছিল এবং ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপ পরিচালনা করে। সেই জরিপে নতুন দলের নাম, লোগোসহ অন্যান্য বিষয়ে মতামত নেওয়া হয়। এদিকে, নতুন দলের নাম ইংরেজীতে হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

 

রাজনীতি বিভাগের আরো খবর