আজ রবিবার রাত ৮:৫৯, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম
◈ এই বাজার আমার নেতৃত্বে চলবে, রামদা হাতে যুবদল নেতা ◈ গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তথ্য জানা গেল! ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ ◈ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ◈ এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ◈ পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত! ◈ নুসরাতের জবানবন্দির ভিডিও ফাঁস, সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন ◈ এবার ডেভিল হান্টে ধরা পড়লো চোর ও সাজাপ্রাপ্ত আসামি ◈ মানুষ খুন নিয়ে ধর্মে কী বলা আছে, সেই কাগজ পাওয়া গেছে হাসিনার রুমে!

ভক্তদের সুখবর দিলেন অপু বিশ্বাস

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৫ , ৩:২২ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অনেক দিন ধরেই পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কমার্শিয়াল কাজে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। আবার মাঝেমধ্যে বিভিন্ন ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েও বেশ আলোচনায় থাকেন অভিনেত্রী। এসব কিছুর জন্যই নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা অপু বিশ্বাসের। তাই অভিনেত্রী নিয়মিত জিমে যাচ্ছেন, করছেন ব্যায়াম। সম্প্রতি সেখান থেকেই অনুরাগীদের দিলেন নতুন খবর।

এক পোস্টে জিমে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেত্রী লিখেছেন— ধৈর্য ও নিজের ওপর আস্থা রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে। ধৈর্য ও নিজের ওপর আস্থা রাখলে পরিশ্রমী ব্যক্তিকে সাফল্যের নিশ্চয়তার জানান দেবে।

অপুর এই পোস্টে অভিনেত্রীকে মন্তব্য ঘররে প্রশংসায় ভাসান অনুরাগীরা। একনেটিজেন লিখেছেন— বাস্তব কথা বলছেন। আরেক নেটেজেন লিখেছেন— আপনাকে সুন্দর লাগছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে অপু বিশ্বাস জানিয়েছিলেন, নিজেকে অভিনয়ের জন্য পুরোপুরি ফিট করেই পর্দায় ফিরবেন তিনি। আগামীতে আরও সিনেমা করব, সেটার জন্য নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি। সেই থেকে জল্পনা উঠেছে— হয়তো নতুন ছবির জন্য জিমে নিজেকে ব্যস্ত রাখছেন অপু বিশ্বাস।