আজ সোমবার দুপুর ২:৪৪, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। এর আগে টানা ৮ বার বাড়ানোর পর অবশেষে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা কমে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকায় দাঁড়িয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে। সর্বশেষ ২০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়ায় বাজুস। তখন এক ভরি সোনার দাম হয়েছিলো ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে জানা যায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, এক ভরি ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। এছাড়া এক ভরি ২১ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো