আজ রবিবার সন্ধ্যা ৬:৪৪, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিদেশে প্রকৌশলী সাফায়াতের কৃতিত্ব

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২৫ , ৯:৪৩ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

বাংলাদেশের বংশদ্ভূত প্রকৌশলী সাফায়াত হোসেন  আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল আলোকবর্তিকা। সম্প্রতি তিনি আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৮ সালে তিনি তুরস্কে সরকারি বৃত্তি অর্জনের মাধ্যমে ওন্দোকুজ মাইস ইউনিভার্সিটি (OMU) থেকে পরিবেশ প্রকৌশল  বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন।  তার গবেষণা মূলত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত টেকসই উন্নয়ন।

২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০ তরুণ প্রকৌশলীর তালিকায় স্থান করে নিয়েছেন সাফায়াত হোসেন। ২০২৫ সালের ১৬ জানুয়ারি সান ডিয়েগো শহরে এই সম্মাননা প্রদান করা হয়। যেখানে অঝঈঊ প্রেসিডেন্ট Marsia Geldert-Murphey, P.E., F.ASCE উপস্থিত ছিলেন। প্রকৌশলী মো. সাফায়াত হোসেন কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের ইসমাইল মিয়ার বড় ছেলে। পিতা মো.ইসমাইল মিয়া মনোহরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা।  তার মায়ের নাম মোসা. তাহেরা বেগম। আড্ডা গ্রামের মৃত আবদুল কাদিরের নাতি তিনি।