আজ শনিবার রাত ৩:০৭, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মেহজাবীনের বিয়েতে এলিটার গান

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২৫ , ১১:০৩ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। তবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সোমবার। জমকালো এই বিয়ের জন্য তৈরি হয়েছে বিশেষ একটি গান। যেটা গেয়েছেন আদনান-মেহজাবীনের বন্ধু-শুভাকাঙ্ক্ষী কণ্ঠশিল্পী এলিটা করিম।

‘তুমি এলে ঘরে’ শিরোনামের গানটির কিছু অংশ গতকাল বিয়ের ভিডিওসমেত পোস্ট করেন মেহজাবীন। এলিটা জানান, একেবারে বন্ধুত্বের জায়গা থেকেই গানটি গেয়েছেন তিনি। গানের কথা লিখেছেন তন্ময় পারভেজ, সুর-সংগীত ও এলিটার সঙ্গে কণ্ঠও দিয়েছেন আরাফাত মহসীন নিধি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গেই বিয়ে সম্পন্ন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে রবিবার একই ভেন্যুতে গায়েহলুদ হয় তাদের।
বিনোদন অঙ্গনে এই জুটির সম্পর্ক অনেকটা ‘ওপেন সিক্রেট’ থাকলেও এ বিষয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। অবশেষে গুঞ্জনই সত্যি হলো।

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন করেন তারা। আর গত পরশু সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা।