আজ বৃহস্পতিবার রাত ৩:১৪, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি
আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঘোষণা হবে তরুণদের নতুন রাজনৈতিক দল। দলটির নাম এখনও প্রকাশ করা না হলেও এর নেতৃত্বে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আসছেন এটি মোটামুটি চূড়ান্ত। এই দলের আরো একটি শীর্ষ পদে আসতে যাচ্ছেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
এবার নতুন দল ঘোষণার আগে বিশেষ বার্তা দিয়েছেন আখতার হোসেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে আখতার বলেন, নতুনের আত্মপ্রকাশ আগামীকাল।
তিনি আরো লেখেন, সারাদেশের শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান। মানিক মিয়া এভিনিউ। বিকাল ৩টা।
এদিকে রাজনৈতিক দল গঠন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যসব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।