আজ বৃহস্পতিবার রাত ৩:১৮, ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

রাজনীতির আগে আমার পরিচয় আমি একজন মুসলমান: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১, ২০২৫ , ১২:৩৩ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

রাজনীতির চেয়েও মুসলমান হওয়ার পরিচয়কে অগ্রাধিকার দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার (১ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে করা একটি পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

হাসনাত লিখেছেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।’

তিনি আরও বলেন, ‘যা হয়েছে, সেটা ছিলো একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো।’

রাজনীতি বিভাগের আরো খবর