আজ শনিবার সকাল ৮:৩৩, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট: আকাশপথের বিস্ময়কর যাত্রা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১, ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিশ্ব

বাণিজ্যিকভাবে দীর্ঘতম ফ্লাইট পরিচালনা করা যেকোনো উড়োজাহাজ সংস্থার জন্য সক্ষমতার পরিচায়ক। বিশ্বের বিভিন্ন এয়ারলাইনস দীর্ঘ পথে বিরতিহীন ফ্লাইট পরিচালনায় প্রতিযোগিতায় নেমেছে। ব্রিটিশ গণমাধ্যম “দ্য টেলিগ্রাফ” সম্প্রতি দূরত্বের ভিত্তিতে বিশ্বের শীর্ষ কিছু দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটের তালিকা প্রকাশ করেছে।

 

১। বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিরতিহীন ফ্লাইট পরিচালনা করে “সিঙ্গাপুর এয়ারলাইন্স”। এই ফ্লাইট “সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে” পৌঁছাতে ‘৯৫৩৭ মাইল’ পথ পাড়ি দেয়, যা প্রশান্ত মহাসাগর অতিক্রম করে ১৮ ঘণ্টা ৫০ মিনিট সময় নেয়। এর আগে যুক্তরাষ্ট্রের “নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর” রুটেও ৯৫৩৪ মাইল পথ পাড়ি দিয়ে ১৮ ঘণ্টা ৪৫ মিনিটের ফ্লাইট পরিচালনা করা হতো, তবে বাড়তি জ্বালানি ব্যয়ের কারণে ২০২৩ সালে এটি বন্ধ হয়ে যায়।

২। বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইট “নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে কাতারের দোহার মধ্যে” পরিচালনা করে কাতার এয়ারওয়েজ। ৯০৩২ মাইল দূরত্বের এই বিরতিহীন ফ্লাইটটি পাড়ি দিতে সময় লাগে ১৭ ঘণ্টা ১৫ মিনিট।

৩। অস্ট্রেলিয়ার পার্থ থেকে যুক্তরাজ্যের লন্ডনে “৯০০৯ মাইল দূরত্বের ফ্লাইট পরিচালনা করে কোয়ান্টাস”। এটি প্রায় ১৭ ঘণ্টা ৪৫ মিনিট আকাশে উড়ে। একই সংস্থার “ডালাস থেকে মেলবোর্ন রুটে ৮৯৯২ মাইল দূরত্বের ফ্লাইট” পরিচালনা করা হয়, যার যাত্রার সময় ১৭ ঘণ্টা ৩৫ মিনিট।

৪। পার্থ থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস পর্যন্ত “৮৮৬৩ মাইল দূরত্বের একটি ফ্লাইট পরিচালনা করে কোয়ান্টাস”, যা পাড়ি দিতে সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট। অন্যদিকে, “নিউইয়র্ক থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড রুটে ৮৮২৮ মাইল পথ” পাড়ি দিয়ে ১৭ ঘণ্টা ২৫ মিনিটের ফ্লাইট পরিচালনা করা হয়।

৫। এমিরেটস এয়ারলাইন্স “নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রুটে ৮৮২৩ মাইল পথ” পাড়ি দিয়ে ১৭ ঘণ্টা ২৫ মিনিটের ফ্লাইট পরিচালনা করে। চীনের সেনসেন থেকে মেক্সিকো সিটির মধ্যে “৮৭৯১ মাইল দূরত্বের ফ্লাইট পরিচালনা করে চায়না সাউদার্ন এয়ারলাইন্স”, যেখানে ১৬ ঘণ্টা সময় লাগে।

৬। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে সিঙ্গাপুর পর্যন্ত “৮৭৭০ মাইল দূরত্বের বিরতিহীন ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইন্স”। এই রুটে প্রতি সপ্তাহে ১০ বার ফ্লাইট পরিচালিত হয় এবং একটানা উড়ে যেতে সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট।

বর্ধিত জ্বালানি ব্যয় এবং যাত্রী চাহিদার কারণে দীর্ঘ পথের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে এয়ারলাইনসগুলোকে নতুন কৌশল গ্রহণ করতে হচ্ছে। অনেক সংস্থা দীর্ঘ পথের নতুন রুট চালুর পরিকল্পনা করছে। এইসব বিরতিহীন ফ্লাইটগুলোর মাধ্যমে বিমান সংস্থাগুলো যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি তাদের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও দ্রুততর করছে। ভবিষ্যতে আরও দীর্ঘ পথের ফ্লাইট দেখা যেতে পারে, যা বাণিজ্যিক উড়োজাহাজ শিল্পকে আরও একধাপ এগিয়ে নেবে।