আজ রবিবার সন্ধ্যা ৭:১৪, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সেনাবাহিনীর সহায়তায় দুর্গম এলাকায় ৪৫ বছর পর চালু প্রাক-প্রাথমিক বিদ্যালয়

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১, ২০২৫ , ২:১৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চুয়ানবিল পাড়ায় এক সময় একটি প্রাথমিক বিদ্যালয় ছিলো। ১৯৮০ সালে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর কোন্দলের কারণে পাড়ার বাসীন্দারা অন্যত্র চলে গেলে সরিয়ে নেয়া হয় বিদ্যালয়টি।

৪৫ বছর পর সম্প্রতি একই এলাকায় একটি পাক-প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে সেনাবাহিনী। নিজেদের পাড়ায় শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।
এই বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের দেওয়া হয় বই-খাতা, কলম, খেলনা, টিফিন। এ কারণে সেনাবাহিনীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

বান্দরবান সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই এলাকায় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিওন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়।’
চলতি বছরের ৬ জানুয়ারি থেকে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম শুরু হয়৷