আজ বৃহস্পতিবার ভোর ৫:১৪, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিবির রগ কাটে এমন অভিযোগ বারবার এলেও এর সুনির্দিষ্ট কোন উত্তর বা দলীয় কোন কথা কখনোই আসেনি শিবিরের পক্ষ থেকে।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের অনলাইন সাক্ষাৎকারে অংশ নিয়ে শিবির কেন রগ কাটে এমন প্রসঙ্গে বিভিন্ন কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
সেখানে শিবির প্রসঙ্গে বিভিন্ন উদাহরণ দিয়ে জামায়াতে আমিরকে প্রশ্ন করা হয় শিবির কেন রগ কাটে?
এমন প্রশ্নের উত্তরে উদাহরণ হিসেবে বিশ্বজিৎ হত্যাকে তুলে ধরে তিনি বলেন, শিবির সন্দেহ করে একজন হিন্দু যুবককে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এছাড়াও বুয়েটের আবরার ফাহাদ কে নির্মমভাবে হত্যা করার প্রসঙ্গ তিনি তুলে ধরেন।
এছাড়াও তিনি বলেন, শিবিরের রগ কাটা বিষয়ে যদি সুনির্দিষ্ট কোন মামলা হয়ে থাকে, এবং বাংলাদেশের আদালতে যদি এটি প্রমাণিত হয়। যে যার শাস্তি পাওয়ার তাহলে পাবে। আমি তার পক্ষে দাঁড়াবো না। এর প্রশ্নই ওঠে না।
শাস্তির কথা উল্লেখ করে তিনি বলেন, শিবির হোক বা যেই হোক এই ধরনের অপকর্ম যে বা যারা করবে তাদের শাস্তি তারা পাবে। আমি এটাই দাবি করি।