আজ বুধবার সকাল ৭:২৮, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২, ২০২৫ , ৫:৪৭ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

ঢালিউড অভিনেতা ওমর সানী বাজারে সয়াবিন তেলের সংকট নিয়ে কথা বলেছেন। দ্রব্যমূল্য সিন্ডিকেটকারীদের উদ্দেশে তার মন্তব্য ঠিক এরকম, এখনো আপনাদের হারামিপনা কমে নাই।

রোববার দুপুরে ফেসবুক স্ট্যাটাসের তিনি এ কথা লেখেন।

তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’

ওমর সানী আরও লিখেছেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেউ নাই।’

এদিকে সানীর পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। সিন্ডিকেট নিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘হোক প্রতিবাদসহ গণধোলাই; যেন এ রমজান উপলক্ষে দেশের সমস্ত সিন্ডিকেট ভেঙে চুরমার হয়ে যায়।’