আজ শনিবার রাত ৩:১১, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘এত ছোট সাইজে আমার চলবে না’, তিক্ত অভিজ্ঞতা জানালেন নীনা গুপ্তা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৩, ২০২৫ , ৯:০০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গানের নির্মাণ নিয়ে এক গল্প ফাঁস করেন নীনা। যা শুনলে আঁতকে উঠতে হয়। নীনা জানান, ‘শুটিং শুরুর আগে মহড়া চলছিল নাচের। হঠাৎ সুভাষ ঘাই আমাকে আলাদা রুমে ডাকলেন।

সুভাষ বললেন, ক্যামেরার সামনে দেখলাম। তোমার স্তনগুলো খুব ছোটো। এতে আমার কাজ হবে না। তাই স্তন বড় দেখানোর জন্য এক্স্ট্রা প্যাড ব্যবহার করতে হবে। না হলে এই আইটেম থেকে সরে যেতে হবে।

অভিনেত্রী আরো বলেন, ‘আমি খুব অবাক হয়েছিলাম। তবে নিজেকে কন্ট্রোল করে ছিলাম। কিন্তু ভেঙে পড়ি যখন, গোটা শুটিং ফ্লোরের সামনেই এই একই মন্তব্য করেন সুভাষ। সবার সামনে কেঁদে ফেলেছিলাম। পরে বাধ্য হয়েছিলাম, এক্স্ট্রা প্যাড পরার জন্য।’

তবে এ ঘটনায় সুভাষ ঘাই একটু অনুতপ্ত ছিলেন না বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। ঘটনাটি নিজের অটোবায়োগ্রাফি বইয়েও উল্লেখ করেছেন নীনা ‍গুপ্তা।