আজ সোমবার সকাল ৮:৪৭, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

গোলকিপার সময় নষ্ট করলেই শাস্তি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৩, ২০২৫ , ৯:৩৮ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : খেলা

সময় নষ্ট করার জন্য অনেক সময়ই গোলকিপাররা হাতে বেশিক্ষণ বল রাখেন। রেফারিরা হলুদ কার্ড দেখিয়ে শাস্তি দেন। সেই নিয়মে এবার বদল আসছে। আগামী মৌসুমে গোলকিপাররা হাতে বেশি সময় বল রাখলেই শাস্তি দেওয়া হবে। প্রতিপক্ষ দলকে একটি কর্নার দেবেন রেফারি

শনিবার আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এই নিয়ম অনুমোদন করেছে। তারাই ফুটবলের নিয়মকানুন তৈরি করে।

এখন গোলকিপাররা ছয় সেকেন্ড হাতে বল রাখতে পারেন। নিয়ম ভাঙলে রেফারি ‘ইনডিরেক্ট ফ্রিকিক’ দিতে পারেন। তবে বিশ্বজুড়েই গোলরক্ষকরা এই অপরাধ করলেও খুব কম ক্ষেত্রেই শাস্তি পান।

ছয় সেকেন্ড সময় আরও বাড়ানো হয়েছে ঠিকই। কিন্তু শাস্তি আরও কঠোর করা হয়েছে। এ মৌসুমে বেশ কিছু লিগে আট সেকেন্ডের নতুন নিয়মটি পরীক্ষামূলকভাবে কার্যকর করা হয়েছে। তা দেখে খুশি আইএফএবি। তাই ২০২৫-২৬ মৌসুম থেকেই তারা নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ফুটবলে ভিডিও সাপোর্ট (ভিএস) প্রযুক্তিও আগামী দিনে চালু করা হতে পারে।