আজ বৃহস্পতিবার ভোর ৫:১০, ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে।
সেনাপ্রধানের এই কথার জবাবে আন্দালিব রহমান পার্থ যমুনা টেলভিশনে এক টকশোতে বলেন, “এইটা আসলে কার কার আচরণ উনাদের ব্যাপার। বাট আমি এই সেনাপ্রধানের এই কথাটাকে খুব পজিটিভলি দেখি, বিকজ আমাদের কোনভাবেই ভুলে যাওয়া উচিত না যে ১৭ বছর আওয়ামী লীগ কি করেছে এবং কত রক্তের বিনিময়ে, কত কষ্টের বিনিময়ে, কত গণতন্ত্র হত্যার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসেছি। আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন এটাও থাকতো না যদি এই ৫ই আগস্টের ঘটনা না ঘটতো। তো আমাদের এই ছোট ছোট পলিটিক্যাল কারণে নিজেদের মধ্যে কাদাকাদি বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরে থেকে এজ এ স্পেক্টেটর উনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলি কি করছে, কিভাবে কথা বলছে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি যে ওইটা ভুলে গেলে হবে না যে আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি। ওই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যাই করি না করি, যতই দাবি করি, ওই লাইনটা আমাদের ক্রস করা যাবে না। আমরা সবাই যুদ্ধ করেছি, এইখানে আমরা সবাই যুদ্ধ করেছি। যে যার মত যুদ্ধ করেছে। তো আমার মনে হয় সেনাপ্রধান সেই কথাটা বলেছেন।”