আজ বুধবার সকাল ১১:১১, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৭ হিজরি

নির্বাচন ও সংস্কার প্রশ্নে এনসিপি আর বিএনপি কি একমত হবে?

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৩, ২০২৫ , ৫:১১ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন টক শোর জনপ্রিয় মুখ ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ এক টকশোতে নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সংস্কার কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে এবং ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। বিশেষ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অবস্থান সম্পূর্ণ ভিন্ন মেরুতে থাকলেও ঐকমত্য সম্ভব কি না, সে বিষয়ে প্রশ্ন তোলা হয়।

সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেন, ছাত্ররা কখনো বলেনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া যাবে না। বরং তারা গুরুত্বপূর্ণ সংস্কারের দাবি করছে, যা বিএনপিরও দাবি। এসব সংস্কার গণতন্ত্র ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজন।
তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুপারিশ লিখিত আকারে দিয়েছে এবং সংস্কার কমিশন তা বিশ্লেষণ করছে। তবে বেশ কিছু সংস্কার প্রস্তাব রয়েছে যা প্রায় সব দলের মধ্যে কমন।

তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল আগেই কমন সংস্কার প্রস্তাব চিহ্নিত করে কাজ শুরু করা। এখন পর্যায়ক্রমে যে সময়ক্ষেপণ করা হচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি, ছাত্র সংগঠন ও জামায়াত সবাই সংস্কারের পক্ষে, কিন্তু সংস্কার অনন্তকাল ধরে চলতে পারে না। নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে জরুরি সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে।

সাখাওয়াত হোসেনের মতে, কেউ যদি মনে করে যে নির্বাচন পেছালে রাজনৈতিকভাবে সুবিধা পাওয়া যাবে, তাহলে বিএনপি কেন সেই ফাঁদে পড়বে?
সাখাওয়াত হোসেন বলেন,“তারা এখানে শুধু মানে স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য বসে নাই। রাজনৈতিক দল যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে, ভবিষ্যতে জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় ,তারা তাদের কৌশল অবশ্যই অবলম্বন করবে। যেরকম ছাত্ররা বা জামায়াত ইসলাম বা অন্যান্য দলও তাদের কৌশল অবলম্বন করবে। এখন এই কৌশলের খেলায় কোনটা কোন দিকে যাবে সেটা সময় বলবে সময় বলবে।”

 

রাজনীতি বিভাগের আরো খবর