আজ রবিবার সকাল ১০:২৬, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
ওটিটিতে ফিরছেন অভিনেতা জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এ ফিল্মের গল্প। আমলনামা সিনেমায় জাহিদ হাসানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
মুক্তির আগে সিনেমার গল্প ও নিজের অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে চান না জাহিদ হাসান। শুধু জানালেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
জাহিদ হাসান বলেন, সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কি করব আর কি করব না, সেটা যেন চিন্তা করে।
সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান।
পরিচালক রায়হান রাফী বলেন, যে গল্পটা দেখানো হয়েছে, তা দর্শককে একধরনের রহস্যের মধ্যে রাখবে বলে আমার বিশ্বাস।
আমলনামায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। চলতি মাসেই দেশের একটি ওটিটিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।