আজ বৃহস্পতিবার রাত ২:১৭, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সম্প্রীতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য ভাইরাল হয়। ২০১৪ সালের ওই বক্তব্যে খালেদা জিয়া বলেছিলেন, “হাসিনাকে মারার আমাদের দরকার নাই। হাসিনা যতদিন থাকবে, বাজে কথা বলবে, মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে। হাসিনাকে কেউ মারতে চায় না। হাসিনাকে মারার প্রয়োজনও নাই। হাসিনা নিজে নিজেই, নিজে থেকেই শেষ হয়ে যাবে। আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে যে জুলুম নির্যাতন করছে।
নারায়ণগঞ্জের শেষ সমাবেশে সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেছিলেন, এদের পরিণতি হবে অত্যন্ত খারাপ এবং ভয়াবহ। এমন একটা সময় আসবে যখন ঘর থেকে এরা বের হতে পারবেনা জনগণের ভয়ে…. কাজেই তাদেরকে বলতে চাই, সামনে আপনাদের বড় দুর্দিন….আর এই দুর্দিনে বড় নেতারা সব উড়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন সেজন্য বলতে চাই যে সামনে আওয়ামী লীগকে অবশ্যই জনগনের উপর এই জুলুম অত্যাচার, দেশের এই ক্ষতির জন্য অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।”