আজ বুধবার সন্ধ্যা ৬:৫২, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

আমরা গণতান্ত্রিক সংবিধান গড়তে পারিনি: নাহিদ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৪, ২০২৫ , ১০:২৮ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

দেশ ও নাগরিক নিয়ে কথা বললেন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সদস্য এবং সাবেক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম কর্মসূচি হিসেবে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আজকের এই আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে আমাদের পথচলা শুরু হলো। এনসিপি, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সারাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি।

দেশের ইতিহাসের কথা তুলে তিনি বলেন, আমাদের এই ভূখণ্ডের জনপদের লড়াইয়ের ইতিহাস দীর্ঘ। ১৯৪৭ সালের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই লক্ষ্যেই এনসিপি কাজ করছে।

এছাড়াও তিনি বলেন, আমরা বলেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বারবার ভেঙে পড়েছে। আমরা গণতান্ত্রিক সংবিধান গড়তে পারিনি; বরং একদলীয় শাসনের মাধ্যমে ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তাই আমরা বলছি, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। এর জন্য নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন অপরিহার্য।

 

 

রাজনীতি বিভাগের আরো খবর