আজ মঙ্গলবার রাত ১১:০৩, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

দেশে নতুন ফ্যাসিবাদ পয়দা হচ্ছে: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৪, ২০২৫ , ৫:১৬ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যারাই ক্ষমতায় আসুক, তাতে কোনো সমস্যা নেই। তবে, ফ্যাসিস্টদের বিদায় করতে গিয়ে যেন আরেকটি ফ্যাসিজম জন্ম না নেয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সবচেয়ে যেটা আমি ভয় পাচ্ছি, ফ্যাসিস্ট তাড়াতে গিয়ে নিজেরাই ফ্যাসিস্ট না হয়ে যায়! যারা কথাগুলো বলছে, তাদের ভাবভঙ্গি, অ্যাটিটিউড, কথাবার্তা—মনে হচ্ছে দেশের মধ্যে নতুন একটা ফ্যাসিজম পয়দা হচ্ছে। কিছু কিছু লোকের আচরণ, তাদের অ্যাটিটিউড, কথাবার্তা দেখে মনে হচ্ছে, দেশে একটা নতুন ফ্যাসিজম জন্ম নিচ্ছে। এটা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।

মির্জা আব্বাস স্পষ্ট করেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও, কারও ওপর জোর করে মত চাপিয়ে দেওয়া ঠিক নয়। আমি আমার মতামত প্রকাশ করতে পারি, কিন্তু আপনাকে তা মানতে বাধ্য করতে পারি না। এটা হতে পারে না।

দেশের বিচারব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট সরকারের বিচার—বিএনপি চায়, আমিও চাই, সবাই চায়। বাংলাদেশের মাটিতে যে গণহত্যা হয়েছে, তার বিচার হতেই হবে।

 

রাজনীতি বিভাগের আরো খবর