আজ মঙ্গলবার রাত ১০:৫৬, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

ড. ইউনুসকে সবাই সালাম দেয়, টাকা দেয় না : এম এ আজিজ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৫, ২০২৫ , ৯:৩৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

সাংবাদিক এম এ আজিজ বেসরকারি একটি টিভি চ্যানেলের টক শোতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, “কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন সেক্টরের প্রয়োজন, কিন্তু আমাদের দেশে এখন সবাইকে সন্তুষ্ট করা ছাড়া ব্যবসা শুরু করা সম্ভব নয়।

বর্তমানে দুর্নীতি বেড়েছে, এবং আগের চেয়ে ঘুষের পরিমাণও অনেক বেশি। ফলে, সমস্যার সমাধান না হয়ে, আরও বেশি খাওয়া হচ্ছে। কোন কিছুর উন্নতি হয়নি। টিআইবি রিপোর্টে বলা হয়েছে, দুর্নীতির হার বেড়েছে। বর্তমানে ব্যবসা প্রায় নেই, কেউ ব্যবসা করছে না, এবং কেউ দায়িত্ব নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারী নেতৃত্বের অভিজ্ঞতা নেই, এবং তারা নিজেই অকপটে এ কথা স্বীকার করেছেন। আমি ড. মুহাম্মদ ইউনুসের পক্ষে অনেক লিখালিখি করেছি, কিন্তু কেউ সেটা ছাপাতে চায়নি। সবাইকে রিকোয়েস্ট করে ছাপিয়েছি, কিন্তু এখন দেখি কোথায়! তিনি বলেন, ‘যেখানে যায়, সালাম দেয়, কিন্তু টাকা আনতে পারে না। কোথা থেকে টাকা আনবে, সেটা তারা জানে না।'”

এছাড়া, এম এ আজিজ উল্লেখ করেন, “জাতিসংঘে প্রথমে অনেকেই সরকারকে সহযোগিতা করছিল, কিন্তু এখন সেটা আর নেই। তারা কোথা থেকে শুরু করতে হবে এবং কোথায় শেষ করতে হবে, সেটা জানে না। রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে চায় না, এবং এড়িয়ে চলে। অভিজ্ঞতা থাকা মানুষদের নিয়ে কাজ করলে, সেক্টরগুলোতে দায়িত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি।”

 

রাজনীতি বিভাগের আরো খবর