আজ শনিবার রাত ১১:১২, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা সফর, ১৪৪৭ হিজরি

রমজানে বিশেষ মূল্যছাড়ে ১৯টি পণ্য বিক্রি করছে সিটি গ্রুপ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৫, ২০২৫ , ১১:২০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাণিজ্য

রমজানে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত মূল্যছাড়ে গুঁড়োদুধ, চিনিগুড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেলসহ ১৯ ধরনের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর ১৫টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। একই জায়গায় নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য মূল্যছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা।

রমজানে এক লিটার সয়াবিন তেল পেতে দোকানে দোকানে ধরনা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন প্রেক্ষাপটে সয়াবিন তেল, চিনি, গুঁড়োদুধসহ ১৯ ধরনের পণ্য মিলছে সিটি গ্রুপের এক ট্রাকেই।

মতিঝিল শাপলা চত্বর, জাতীয় প্রেসক্লাব, শ্যামলী বাসস্ট্যান্ড, মিরপুর-২-সহ রাজধানীর ১৫টি স্থানে ট্রাক থেকে ২-৪ লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মিলছে বিশেষ মূল্য ছাড়।

তীর ফুলক্রিম গুঁড়োদুধ ৫শ’ গ্রামের প্যাকেটের বাজারমূল্য ৪২৫ টাকা; অথচ রমজান উপলক্ষে ৫০ টাকা ছাড়ে ৩৭৫ টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ। মসুর ডাল কেজিতে ৭ টাকা কমে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। ১৬৫ টাকা কেজির চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ১৪৮ টাকায়।

ক্রেতারা বলছেন, বাজারের চেয়ে অনেক কম দামে রমজানে প্রয়োজনীয় অনেক নিত্যপণ্য কেনা যাচ্ছে। এতে অনেক অর্থ সাশ্রয় হচ্ছে।

পণ্য কিনতে এসে কেউ যাতে খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে সিটি গ্রুপ। জোনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান বলেন, নির্ধারিত দামের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে গ্রাহকের ব্যাপক সাড়া মিলছে।

উল্লেখ্য, রমজানজুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই পণ্য বিক্রি কার্যক্রম।