আজ রবিবার সকাল ৯:৫৬, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি
গত পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুলাংশে কমেছে বলে জানিয়েছে সরকার। একইভাবে গত রমজানের তুলনায় এবার বেশিরভাগ পণ্যের দাম কমেছে। টিসিবির থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ খবর জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে চাল, গম, ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদ।
২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মুদি দোকান ও মুরগির মার্কেট থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংগ্রহীত তথ্যে এ পরিসংখ্যান উঠে এসেছে বলে জানিয়েছে প্রেস উইং।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের তুলনায় মার্চ পর্যন্ত সময়ে বিভিন্ন প্রকার চাল (নাজিরশাইল মিনিকেট, বিআর২৮, গুটি ও পাইজাম) ও গমের (লুজ আটা, প্যাকেটজাত আটা, লুজ ময়দা ও প্যাকেটজাত ময়দা) দাম অপরিবর্তিত রয়েছে। যদিও গত বছরের রমজানের তুলনায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেলেও গমের দাম (আটা ও ময়দা লুজ প্যাকেটজাত) কমেছে।