আজ মঙ্গলবার দুপুর ২:০৩, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৫, ২০২৫ , ৫:৪৩ অপরাহ্ণ
ক্যাটাগরি : অপরাধ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।

আজ বুধবার (৫ মার্চ) দুপুরে অধ্যাপক আজিজকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে তাড়াশ আমলী আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ওবায়দুল হক রুমি এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে অধ্যাপক আজিজকে প্রধান আসামি করে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

শিশু হাসপাতালের চিকিৎসক আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ (স্বাচিপ) ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি ছিলেন। এর আগে তিনি ওই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।