আজ সোমবার রাত ৪:০১, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

জমি নিয়ে দুঃস্বপ্ন! যশোরে ভাগ্নের হাতে খালুর নিষ্ঠুর পরিণতি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৭, ২০২৫ , ৯:২৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

জমি সংক্রান্ত বিরোধের জেরে যশোরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, মাদকাসক্ত সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে তার খালু শহীদুলের দুই চোখ উপড়ে ফেলে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অতর্কিত হামলা চালায় সাদ্দাম। ধারালো অস্ত্র দিয়ে শহীদুলের ওপর নৃশংস আক্রমণ চালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলে সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শহীদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। অভিযুক্ত সাদ্দামকে আটকের জন্য সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও তদন্ত চলছে। তবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।