আজ শনিবার রাত ৪:০১, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
সম্প্রতি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসে ১ ঘন্টা ৪০ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড গড়ার পাশাপাশি ছড়িয়েছেন মিথ্যা কথার ফুলঝুরি।
বার্তা সংস্থা এপি এবং সিএনএন এর ফ্যাক্ট চেক এ উঠে এসেছে অনেক মিথ্যা তথ্যের তালিকা।
ট্রাম্পের দাবি চীন, কানাডা, মেক্সিকোসহ বিদেশি পণ্যের উপর শুল্কারোপ করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জমা করবেন কোষাগারে। তবে বড়সড় রকমের ভুল রয়েছে এই তথ্যে। কারণ রপ্তানিকারকরা নয়, বরং শুল্ক দিতে হয় নিজ দেশের ব্যবসায়ীদের। বাইডেনের শাসনামলের সমালোচনা করতে গিয়ে ট্রাম দাবি করেন, ৪৬ তম প্রেসিডেন্টের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে মার্কিন নাগরিকরা। দেশটিতে ডিমের নজিরবিহীন দামের জন্যও দায়ী করেন বাইডেনকে। যদিও তা ট্রাম্পের আমলেই পৌঁছেছে সর্বোচ্চে।
কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে অভিবাসন নিয়ে কথা বলতে গিয়েও মিথ্যার আশ্রয় নিয়েছেন নতুন প্রেসিডেন্ট। দাবি করেছেন, গত মাসে নাকি সবচেয়ে কম সংখ্যক অবৈধ অভিবাসী প্রবেশ করেছে। তবে পরিসংখ্যান বলছে, গত শতাব্দীর ষাটের দশকে সবচেয়ে কম অভিবাসী প্রবেশ করেছিলো মার্কিন ভূখন্ডে।
ট্রাম্পের সবচেয়ে প্রচলিত আরেক মিথ্যাও ছিলো ভাষণে। আবারও ইউক্রেনকে সাড়ে তিন’শ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা বলেন তিনি। জোর গলায় দাবি করেন, পশ্চিমারা সব মিলিয়ে মাত্র ১০০ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ইউক্রেনকে। প্রকৃত সংখ্যার ধারে কাছেও নেই ট্রাম্পের উল্লেখিত অর্থের পরিমাণ। গত ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় বিভিন্ন দেশ মোট ২৬৩ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে কিয়েভকে।
বক্তব্যের এক পর্যায়ে পানামা খাল খননের সময় ৩৮ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তবে ঐতিহাসিকরা বলছেন, সংখ্যাটি অনেক বাড়িয়ে বলেছেন ট্রাম্প।