আজ শনিবার ভোর ৫:৪৩, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বইপ্রেমীদের প্রিয় মানুষ পলানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৭, ২০২৫ , ১০:১৩ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

নতুন দুটি সিনেমায় অভিনয় করছেন নাটকের অভিনেত্রী সুষমা সরকার। একটি জহির রায়হানের ‘সোলতে’, এবং অন্যটি পথিক শহীদুলের ‘নদাই’। রাজশাহীর বইপ্রেমীদের প্রিয় মানুষ ছিলেন ‘আলোর ফেরিওয়ালা’ খ্যাত পলান সরকার। বাড়ি বাড়ি বই পৌঁছে দিতেন তিনি। তাকে নিয়েই নির্মিত হয়েছে ‘সোলতে’ সিনেমাটি। এরই মধ্যে দুটি সিনেমারই কাজ প্রায় শেষ করেছেন সুষমা।

তিনি বলেন, ‘সিনেমা দুটিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। দুটিতে আমার চরিত্র দুই রকম। তবে আমার ভালোলাগা এই যে ভিন্ন ধরনের গল্পের সিনেমাতে কাজ করে, যে সিনেমাগুলো দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে, যে সিনেমাগুলো একদিন ইতিহাস হবে। সোলতে ও নদাই পর্দায় দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন।’

এদিকে আজ এ অভিনেত্রীর জন্মদিন। এ দিনেও তিনি বিটিভির ‘অসুখ’ নামের একটি নাটকে শুটিং করবেন বলে জানিয়েছেন।