আজ রবিবার সকাল ১০:০১, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি
শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে হলের প্রভোস্ট ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল অভিযান চালিয়ে তাদের আটক করেন। এদের মধ্যে শেখ রাসেল হলের ১০ জন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের ৩ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রাতে (শুক্রবার) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কিছু শিক্ষার্থীকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়েছে। সংখ্যায় কতজন ছিল তা লিখিত আকারে এখনও আমাদের কাছে পৌঁছায়নি। আগামীকাল (রবিবার) আড়াইটার দিকে স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় তাদের অপরাধ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে চুয়েট প্রশাসন। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ মোহাম্মদ শাহ হলে মাদক সেবন ও নিজ অধিকারে মাদক রাখার দায়ে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল থেকে চিরতরে বহিস্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।