আজ শনিবার সন্ধ্যা ৭:৩১, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

১৪ দিনের ছুটিতে যাচ্ছে জবি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১১, ২০২৫ , ৫:৪৭ অপরাহ্ণ
ক্যাটাগরি : শিক্ষা

টানা ১৪ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে এই ছুটি শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাধীনতা ও জাতীয় দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ (রোববার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ বন্ধ থাকবে।’

এ ছাড়া আগামী ২৬ মার্চ (মঙ্গলবার) থেকে ৩ এপ্রিল ( বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

এছাড়াও ছুটি শেষে ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুইদিন অতিরিক্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এ হিসাবে মোট ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা— বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।