আজ শনিবার সন্ধ্যা ৭:৫৩, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্ষকদের বিচারের দাবিতে উত্তাল চবি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১০, ২০২৫ , ৯:০৭ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : শিক্ষা

সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর কাটাপাহাড়, শহিদ মিনার, প্রীতিলতা হল, বউ বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় প্রায় ঘন্টাখানেক প্রধান ফটক আটকে রাখেন শিক্ষার্থীরা।

এসময় চবি শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নৈরাজ্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। এই সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার করতে হবে।

আরেক শিক্ষার্থী তিথি বলেন, বাংলাদেশে ৬ মাসের কন্যা সন্তান থেকে শুরু করে ৭০ বছরের নারী পর্যন্ত নিরাপদ না। ধর্ষকের বিরুদ্ধে একটাই দাবি, তার মৃত্যুদণ্ড।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, বর্তমানে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি ৮ বছরের ছোট শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ফাঁসির শাস্তি চাই। সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হব।

এছাড়া সোহরাওয়ার্দী হল থেকে একটি মিছিল শুরু হয়ে মূল ফটক হয়ে প্রায় দেড় কিলোমিটার দূরে এক নম্বর গেট এলাকা ঘুরে ফের ক্যাম্পাসে এসে শেষ হয়।