আজ রবিবার রাত ২:৩৭, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বার কাউন্সিল পরীক্ষার ফি তিনশ’ টাকা করার দাবি ইবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ৯, ২০২৫ , ২:২১ অপরাহ্ণ
ক্যাটাগরি : শিক্ষা

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানোর দাবিতে ফের মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (০৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ‘আইনের শিক্ষার্থী ও শিক্ষানবীশ আইনজীবী’ ব্যানারো ক্যাম্পাসে প্রধান ফটকে এই কর্মসূচি হয়। এসময় পরীক্ষার ফি ৪০২০ টাকা কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই’, বৈষম্যমুলক ফি বাতিল চাওয়া আমাদের অধিকার, কোন অযৌক্তিক আবদার নয়, ‘৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?’ ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন’, ‘বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিন’ সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।

মানবন্ধনে শিক্ষানবীশ আইনজীবীরা বলেন, তীব্র রোদ উপেক্ষা করে আমরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছি। ইন্টিমেশন দেওয়ার পর প্রথমেই রেজিস্ট্রেশন এর জন্য ১০৮০ টাকা দিতে হয়। এর পরে আবার পরীক্ষায় বসার জন্য ৪০২০ টাকা দিতে হয়। তাছাড়া ঢাকার বাইরে যারা থাকি তাদের যাতায়াত খরচ আছে। সবমিলিয়ে শিক্ষনবীশ আইনজীবীদের জন্য এত টাকা মরার উপর খারার ঘা এর মত। বিসিএস সহ অন্যান্য চাকরির ফি কমানো হয়েছে। আমাদের দোষটা কী? আমাদের দাবি ৪০২০ টাকা থেকে কমিয়ে ফি ৩০০ টাকা নির্ধারণ করুন। আমরা কোনো আবদার করছি না, এটা আমাদের অধিকার। আমরা এই যৌক্তিক দাবি আদায় না করে ঘরে ফিরবো না।