আজ শনিবার সকাল ৯:৫১, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে রয়েল নামে এক আসামি পালিয়ে গেছেন। রোববার রাতে উপজলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের গ্রীল ভেঙে পালিয়ে যায় ওই আসামি।
রয়েল উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত্যু সাকাদ আলীর ছেলে। পুলিশ বলছে, রয়েল মাদক কারবারি।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, গত শনিবার রাতে অভিযান চালিয়ে রয়েলকে তিন বোতল ফেনসিডিলসহ আটক করে যৌথ বাহিনী। পরে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখা হয় তাকে। তাকে তদন্ত কেন্দ্রের যে রুমে রাখা হয়েছিল সেখানকার জানালার গ্রীল ভেঙে তিনি পালিয়ে যায়।
ওসি বলেন, ‘রয়েলের নামে কোনো মামলা রেকর্ড হয়নি। তবে আমরা তাকে ধরার জন্য চেষ্টা করছি।’