আজ শুক্রবার সকাল ৮:২৫, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

স্বাধীনতা দিবসের চিঠিতে ‘বঙ্গবন্ধুর জন্য দোয়া’, গাজীপুর সিটির সচিব ওএসডি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৭, ২০২৫ , ১১:১৪ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের চিঠি দেওয়ার ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত একটি চিঠিতে মঙ্গলবার বিকালে নমিতা দেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা বলা হয়।

একই ঘটনায় সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন থেকে পাওয়া তথ্যে জানা গেছে, প্রশাসন বিভাগ থেকে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ প্রার্থনার জন্য সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়।

২০ মার্চ সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫।

“সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হল।”

মঙ্গলবার ওই চিঠির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা’অংশটুকু বাদ দিয়ে একই তারিখ দিয়ে সংশোধিত আরেকটি চিঠি পাঠান নমিতা দে।

বিষয়টি জানার পর জনপ্রশাসন মন্ত্রণালয় নমিতা দেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। আর হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।

এ বিষয়ে জানতে চাইলে নমিতা বলেন, “প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে তাড়াহুড়ো করে সই করিয়ে নেন। হামিদা খাতুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছেন। বিষয়টি জানার পর দ্রুত সংশোধিত চিঠি ইস্যু করেছি আমি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।”

অভিযোগের বিষয়ে জানতে হামিদা খাতুনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, “এ ঘটনায় সচিব নমিতা দেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া হামিদা খাতুন তাড়া হুড়োহুড়ো করে অন্য কাগজের সঙ্গে ওই (বিতর্কিত) চিঠিটি সই করে নিয়েছেন, তথা কর্তব্যে অবহেলার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

“নমিতা এবং হামিদাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।”