আজ শনিবার সকাল ৯:৪১, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভ্যাট কর্মকর্তাকে মারধর

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৫, ২০২৫ , ১১:৩৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ভ্যাট কর্মকর্তাকে মারধর করেছে ব্যবসায়ীরা। তবে ভ্যাট কর্মকর্তার দাবি, কতিপয় লোক হেয় করার জন্য এমনটি করছে। সোমবার রাতে শহরের ঘাটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে শামীম আল মামুন নামের ওই কর্মকর্তা কোনো সহকর্মী ছাড়াই শহরের বিভিন্ন দোকান পরিদর্শনে যান। এ সময় ঘাটিয়া বাজারের এসডি প্লাজার একটি কাপড়ের দোকানের ম্যানেজারের কাছে সেলস রিপোর্ট দেখতে চান। তখন তার পরিচয়সহ এতো রাতে পরিদর্শনে আসার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে উপস্থিত জনতার সন্দেহ হলে তাকে আটক করে মারধর করে পুলিশে দেয়।

মুহূর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে ছুটে যান ভ্যাট কার্যালয়ের ঊর্ধ্বতনরাও।

কাপড় দোকানের কর্মচারীরা জানান, শামীম আল মামুন তাদের প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদল নেতার পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তিনি হুমকি ধামকি দেন।

ব্যবসায়ী নেতা বদরুল আলম চৌধুরী বলেন, ‘বিষয়টি বসে সমাধানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা বলেছি, মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীরা বসে আমাদের সিদ্ধান্ত জানাব।’

অভিযোগের বিষয়ে শামীম আল মামুন বলেন, ‘রুটিন অনুযায়ী দোকান পরিদর্শনে এসেছিলাম। কিন্তু আমাকে কতিপয় লোক হেয় করেছে।’

সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে জনরোষ থেকে ভ্যাট কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা চলছে। তবে তারা কোনো মামলা দেননি।’