আজ সোমবার রাত ২:১২, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিনে ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) এবং ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘সি-১’ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের (ছাত্র-ছাত্রী) পরীক্ষার মধ্য দিয়ে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। আজ ৪ টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় শিফটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা। চতুর্থ শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে। দুই ইউনিটে আসনপ্রতি গড়ে ৭৫ জন আবেদন করেছেন।
‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে পরীক্ষায় বসছেন ৫ হাজার ৫০৪ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি লড়বেন ৮৬ জন। ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ১০ হাজার ৮৫৮ জন এবং নারী শিক্ষার্থী ১২ হাজার ৯১৯ জন। এই ইউনিটে আসনপ্রতি প্রায় ৭৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসবেন।
উল্লেখ্য, জাবির ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে (ju-admission.org) পাওয়া যাবে।