আজ সোমবার সকাল ৮:৫৮, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

মতলব উত্তরে পারিবারিক কলহে গত ১বছরে ১২খুন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২৫ , ১১:৩৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

গত ১বছরে ১২টি খুন হওয়ার ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমান সময়ের প্রেক্ষাপটের সাথে এই হত্যাকাণ্ডগুলোর কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী।

তিনি জানান, এগুলো পুলিশি তৎপরতার অভাবের চেয়েও পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, সম্পদের প্রতি লোভ, সামাজিক অস্থিরতা, গ্রাম্য সালিশি ব্যবস্থার উপর আস্থার অভাব,পারিবারিক কলহ ও পারিবারিক শাসনের অভাবের কারণেই গ্রামীণ উপজেলায় এতো হত্যাকাণ্ড হচ্ছে বলে মন্তব্য করেন

যেহেতু এখানে কোন শিল্প-কারখানা নেই, নেই আবাসন প্রকল্প ও দখলদারিত্ব তার পরেও এতো খুন হওয়ার বিষয়টি সত্যিই উদ্বেগের বলা শঙ্কা প্রকাশ করেছেন মতিউর রহমান চৌধুরী।

২০২৪ সালের প্রতি মাসে ১টি করে খুন হওয়ার ঘটনা ঘটলেও গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই ৩মাসেই এই উপজেলায় হত্যাকাণ্ড ঘটেছে ৬টি।

এ বিষয়ে উপজেলার ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ মুন্সি বলেন, একসময় গ্রাম্য সালিশি ব্যবস্থা উপর মানুষের খুব আস্থা ছিল। কিন্তু দীর্ঘদিন যাবত অর্থনৈতিক সুবিধানেয়া সহ নানা কারণে সালিশি ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। তাইতো এত সমস্যা হচ্ছে।

তিনি আরও জানান, এক সময় পারিবারিক শিক্ষা বা শাসন ছিল।ছিল ছোট-বড়দের মাঝে মান্যগন্যতা।সামাজিক অস্থিরতার কারণে এখন এসবও প্রায় উঠেই যাচ্ছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, এ হত্যাকাণ্ডগুলো যদিও পারিবারিক কারণে হয়েছে তবুও হত্যাকান্ডতো হত্যাকাণ্ডই। আমরা ইতিমধ্যেই তাদের মধ্যে অনেককে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমার বক্তব্য একদম স্পষ্ট, অপরাধী যেই হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না।