আজ মঙ্গলবার রাত ১১:৪৯, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
দেশে ফিরে আপন ঘরে ঠাঁই পাচ্ছেন না আমেরিকা প্রবাসী। পৈতৃক বাড়ি আপনজনের হাতে অবৈধ দখলে চলে যাওয়ায় এখন নিজভূমে পরবাসীর মতো জীবনযাপন করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুল আলম চৌধুরী।
বুধবার সিলেট জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, সিলেট নগরীর পীর মহল্লার প্রভাতী-৩০, শিরীন মঞ্জিল আমার পৈতৃক বাড়ি। বর্তমানে আমি সপরিবারে যুক্তরাষ্ট্রে বাসবাস করছি। সম্প্রতি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ওই বাসার ভাড়াটিয়াকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। অবৈধ দখলদাররা আমার ঘরের বিদ্যুৎ সংযোগ ও গ্যাসলাইন বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি করি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তামান্না চৌধুরী ও রেহানা চৌধুরীর ছত্রছায়ায় শাকিল আহমদ, মোস্তাক আহমদ, রফিকুল ইসলাম রফিক, উস্তারসহ কয়েকজন মিলে বাড়িটির দখলে আছেন।
মাহবুবুল আলম চৌধুরী বলেন, আমেরিকা হতে সস্ত্রীক দেশে ফিরে আমার নিজের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে সন্ত্রাসীরা আমাকে বেআইনিভাবে বাধা দেয় এবং আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। অবৈধ দখলদারের অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকিতে আমি আমার পৈতৃক বাড়িতে প্রবেশ ও অবস্থান করতে ব্যর্থ হই। এ ব্যাপারে গত ৩০ নভেম্বর ২০২৪ এসএমপি এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ করেছি।