আজ সোমবার ভোর ৫:২০, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

এখন সাধারণ মানুষ কেউ ভালো নেই: সেলিমা রহমান

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৫ , ৭:০৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : জনপদ

বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকার স্থানীয় নির্বাচন করতে পারবে না। তাই আগে তাদের সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে বরিশালে জেলা দক্ষিণ বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে নগর ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, এখন সাধারণ মানুষ কেউ ভালো নেই। কারণ যে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, তার দোসররা এখনও রয়ে গেছে। যারা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না।

সেলিমা রহমান বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে যে সিন্ডিকেট কাজ করছে তাদের ধরতে পারছে না সরকার। দোসররা ফিরে আসতে পারবে না, কিন্তু তারা উশৃঙ্খলতা করছে।

তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ছাত্ররা সরকার থেকে বেরিয়ে এসে নির্বাচন করুন। জনগণের ভালোবাসায় ভোট পেলে নির্বাচিত হবেন।

তিনি বলেন, সংস্কার আমরাও চাই, তারেক রহমান ৩১ দফা সংস্কারের ডাক দিয়েছেন। তার আন্দোলন চলাকালেই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে।

তারেক রহমানকে ফিরিয়ে এনে নেতৃত্ব দিতে হবে। পরে তিনি মুক্তিযুদ্ধ, ভাষা সৈনিক ও ২৪ এর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার। এসময় আরও বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।