আজ রবিবার রাত ১০:১৪, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম
◈ এই বাজার আমার নেতৃত্বে চলবে, রামদা হাতে যুবদল নেতা ◈ গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তথ্য জানা গেল! ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ ◈ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ◈ এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ◈ পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত! ◈ নুসরাতের জবানবন্দির ভিডিও ফাঁস, সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন ◈ এবার ডেভিল হান্টে ধরা পড়লো চোর ও সাজাপ্রাপ্ত আসামি ◈ মানুষ খুন নিয়ে ধর্মে কী বলা আছে, সেই কাগজ পাওয়া গেছে হাসিনার রুমে!

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি মঙ্গলবার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২৫ , ৯:০৭ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে গতকালও আন্দোলনরত শিক্ষকরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, ‘আজ রবিবার এবং আগামীকাল সোমবার আমাদের প্রতীকী অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি এই দুই দিন দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ পালিত হবে।

সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে শিক্ষকদের পরিবারের সদস্য এবং স্ত্রী-সন্তানরা অংশগ্রহণ করবেন।’

শিক্ষকরা বলেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকারি সুবিধা না থাকায় তারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন। এ অবস্থায় দাবি আদায়ে অনশন অব্যাহত রাখাসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

এর অংশ হিসেবেই পরিবারের সদস্যদের ঢাকায় আনার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষক নেতারা জানান, যদি দ্রুত তাদের দাবি পূরণ করা না হয়, তবে তারা রাজপথে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। এই কর্মসূচিতে শিক্ষকদের স্ত্রী-সন্তানরাও অংশগ্রহণ করবেন। এছাড়া স্কুলে স্কুলে তালা, শিক্ষকদের কর্মবিরতি, ক্লাস বর্জন এবং রাজধানীতে বৃহৎ সমাবেশের মতো কর্মসূচি অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। ২০ ফেব্রুয়ারি শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এর পর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়নি বলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।