আজ রবিবার সকাল ১০:৫৮, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শেরপুরের সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হামলায় জাকারিয়া বাদল (৪৭) নামে এক বিএনপি নেতা নিহত ও তার দুই সহযোগী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানী ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জাকারিয়া বাদল শেরপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস ছিলেন। আহতদের মধ্যে সোহাগ মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং রুহুলকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদলসহ ৩ জন একই মোটরসাইকেলে করে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বাদল ও সোহাগকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মধ্যরাতে বিএনপি নেতা জাকারিয় বাদলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জাকারিয়া বাদলের স্বজন ও ছাত্রদল কর্মী রমজান আলী অভিযোগ করেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার বিকেলে বাদল ও তার সহযোগীদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, এলাকায় যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে সাড়াশি অভিযান চালাচ্ছে।