আজ বৃহস্পতিবার রাত ৩:১৫, ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মিটার চরঘেরা জাল আটক করা হয়।
গড়দুয়ারা স্লুইসগেট থেকে ছিপাতলী পর্যন্ত মৎস্য দফতর হাটহাজারী, রাউজান ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ-পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ও উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্ট করা জালের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।
হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।