আজ বুধবার রাত ৯:৫১, ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
কক্সবাজারের পেকুয়ায় গুলি ছুঁড়ে চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়ির খামার থেকে ৩টি গরু ডাকাতি করে নিয়ে গেছেন ডাকাত দল।
রোববার (২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া (সালাহউদ্দিন ব্রিজ নামে পরিচিত) এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ওসি জাহেদুলের ছোট ভাই মনিরুল কবির গরুগুলো লালন-পালন করতেন।
মনিরুল কবির বলেন, রাত তখন ১টা, গরুর খামারের দরজা খোলা দেখে বাড়ি থেকে বের হই। দরজার কাছাকাছি গেলেই দেখি ডাকাতদলের সদস্যরা খামার থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছে। আমি ডাকাত বলে চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে ডাকাতরা।
ততক্ষণে তারা খামার থেকে ৫টি গরু তাদের পিকআপের পাশে নিয়ে গেছে। তবে ৩টি গরু গাড়িতে তুলতে পারলেও ২টি নিতে পারেননি। গুলি ছোঁড়ার কারণে বিনা বাধায় ডাকাতির সুযোগ পায় দলটি।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে চকবাজার থানার একটি বিয়ের অনুষ্ঠান থেকে চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেফতার করছেন ওসি জাহেদুল কবির। এ কারণে তার পালিত ডাকাতদলের ওসির বাড়ি থেকে গরু ডাকাতি করে নিয়ে গেছেন।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা যুগান্তরকে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়েছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।